20 January 2026, 08:01:53 AM, অনলাইন সংস্করণ

ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী সব কর্মকাণ্ড ব্যর্থ করতে হবে : রিজভী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৮ অপরাহ্ণ

ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী সব কর্মকাণ্ড ব্যর্থ করতে হবে : রিজভী
16px

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে গভীর চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, ‘প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী সব কর্মকাণ্ড বা যেকোনো ধরনের মাস্টার প্ল্যান, অশুভ পরিকল্পনা থেকে থাকে, তা ব্যর্থ করতে হবে।’

সোমবার বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেছেন, ‘পাহাড়ে আমরা অশান্তির কিছু কিছু ঘটনা দেখতে পাচ্ছি। হঠাৎ করে এই বিষয়গুলো মানুষকে নানাভাবে ভাবিয়ে তুলছে। মানুষকে উদ্বেগ ও উৎকণ্ঠিত করছে।

এই সময়ে কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, গার্মেন্টসে অশান্তির চিহ্ন ও লক্ষণও দেখা যাচ্ছে —এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রতিটি ঘটনার সঙ্গে কোনো চক্র জড়িত আছে।’

রিজভী বলেন, ‘বাংলাদেশ সব সময় শান্তি চায় এবং সহাবস্থানের মধ্য দিয়ে কাজ করতে চায়। কিন্তু আমরা দেশের ১৮ কোটি মানুষ, আমাদের ওপরে কেউ চোখ রাঙাবে বা অন্য কোনো উদ্দেশ্য থাকবে বাংলাদেশকে নিয়ে, ১৮ কোটি মানুষ কি বসে থাকবে? তারা কি আঙুল চুষবে? নিশ্চয়ই না।’

  • সর্বশেষ - রাজনীতি