20 January 2026, 08:19:59 AM, অনলাইন সংস্করণ

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত ৭৮, আহত ২০

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ণ

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত ৭৮, আহত ২০
16px

সুদানের দারফুর অঞ্চলে একটি মসজিদে ভয়াবহ ড্রোন হামলায় ৭৮ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অন্তত ২০ জন। ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার কার্যক্রম এখনও চলছে। স্থানীয় চিকিৎসকদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, শুক্রবার এল-ফাশের শহরে এই হামলার জন্য আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) দায়ী করা হলেও, সংগঠনটি এখনও এর দায় স্বীকার করেনি।

গত দুই বছরেরও বেশি সময় ধরে সেনাবাহিনী ও আরএসএফ-এর মধ্যে ভয়াবহ গৃহযুদ্ধ চলছে। বর্তমানে আরএসএফ এল-ফাশের দখলে নিতে অগ্রসর হচ্ছে—যা দারফুরে সেনাবাহিনীর শেষ ঘাঁটি এবং যেখানে তিন লাখেরও বেশি সাধারণ মানুষ সংঘর্ষে আটকা পড়ে আছেন।

একজন স্থানীয় বাসিন্দা জানান, ভোরের নামাজ চলাকালীন ড্রোন হামলাটি চালানো হয়, যা সঙ্গে সঙ্গেই বহু মানুষের মৃত্যু ঘটায়। বিবিসি যাচাই করা ভিডিওতে দেখা যায়, মসজিদের পাশে অন্তত ৩০টি মরদেহ কাপড় ও কম্বল দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে আছে।

সাম্প্রতিক দিনগুলোতে আরএসএফ এল-ফাশের শহরে নতুন করে হামলা জোরদার করেছে। তারা আশ্রয়হীন মানুষের জন্য তৈরি আবু শৌক ক্যাম্পেও তীব্র আক্রমণ চালিয়েছে, যা এখন আংশিকভাবে তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে।

  • সর্বশেষ - আন্তর্জাতিক