20 January 2026, 08:01:49 AM, অনলাইন সংস্করণ

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বাঁচানো গেল না মাহিয়াকেও

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১০:২৯ অপরাহ্ণ

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বাঁচানো গেল না মাহিয়াকেও
16px

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী মাহিয়া তাসনিম (১৫) মারা গেছে। স্কুলটির ৮ম শ্রেণিতে পড়ত সে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মাহিয়ার শ্বাসনালীসহ শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিকাল অবস্থায় ছিল সে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। এনিয়ে ঘটনাটিতে ইনস্টিটিউট ১৩ জনের মৃত্যু হলো।

এদিকে, হাসপাতালে নিহতের পরিবারের সঙ্গে থাকা স্বজন ও প্রতিবেশীরা জানান, উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক প্রজেক্টের ডি ব্লকে থাকে পরিবারটি। ৩ মেয়েকে রেখে গত ৫ বছর আগে মারা গেছেন মাহিয়ার বাবা মোহাম্মদ বিশ্বাস। মা গৃহিণী আফরোজা খাতুন আর ফুপু মিলে বাচ্চাদের লালনপালন করতেন।

  • সর্বশেষ - আলোচিত খবর