20 January 2026, 08:01:59 AM, অনলাইন সংস্করণ

লালবাগে শাওন হত্যা মামলায় হাজী সেলিম গ্রেফতার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ণ

লালবাগে শাওন হত্যা মামলায় হাজী সেলিম গ্রেফতার
16px

রাজধানীর লালবাগ থানার ইলেকট্রিশিয়ান শাওন সিকদার হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে তাদের গ্রেফতার দেখান। সকালে আদালতে তাদের হাজির করে তদন্ত কর্মকর্তা গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই বিকেলে রাজধানীর ইডেন কলেজের সামনে দিয়ে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান শাওন। এ ঘটনায় গত ২১ জানুয়ারি লালবাগ থানায় শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে ইকবাল মজুমদার তৌহিদ নামে একজন বাদী হয়ে মামলা করেন।

  • সর্বশেষ - আলোচিত খবর