20 January 2026, 08:00:46 AM, অনলাইন সংস্করণ

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৮০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৮০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
16px

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টার অভিযোগে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমিরি ওসমান ও আওয়ামী লীগ নেতা শাহ নিজামসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বুধবার (৫ নভেম্বর) রাতে আদালতের নির্দেশে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রেকর্ড করা হয়।

জানা গেছে, গত বছরে ১৮ জুলাই দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ডে পূর্ব পাশের এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন নাফসিন আহমেদ জিসান (১৯)। সেই ঘটনাকে কেন্দ্র করে তিনি বাদী হয়ে গত ১৯ সেপ্টেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে মামলা রেকর্ডের নির্দেশ দেন।

পুলিশ জানায়, মামলায় নাম উল্লেখ করা হয়েছে ৮০ জনের। পাশাপাশি অজ্ঞাত পরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকেও আসামি করা হয়েছে। দ্ধিরগঞ্জ থানার (ওসি) শাহিনূর আলম  জানান, আদালতের নির্দেশে এই হত্যাচেষ্টার মামলা রেকর্ড করা হয়েছে। বাদী জিসান গত বছরের জুলাই আন্দোলনে আহত হয়েছিলেন।

  • সর্বশেষ - আলোচিত খবর