20 January 2026, 08:00:15 AM, অনলাইন সংস্করণ

মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প, কেঁপে উঠল টেকনাফ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১২:৫২ অপরাহ্ণ

মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প, কেঁপে উঠল টেকনাফ
16px

মধ্যরাতে বঙ্গোপসাগরে সৃষ্ট ভূমিকম্পে কেঁপেছে কক্সবাজার জেলার টেকনাফ শহর। বৃহস্পতিবার রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়।

এ তথ্য জানিয়েছে ভূকম্পনবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি। বলা হয়েছে, টেকনাফে খুব অল্প ঝাঁকুনি দেওয়ায় বেশিরভাগ মানুষ এটি টের পাননি।

এছাড়া ভলকানো ডিসকভারি বঙ্গোপসাগরের ভূমিকম্পের উৎপত্তির গভীরতার তথ্য জানাতে না পারলেও ইএমএসসি বলেছে, এটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল।

  • সর্বশেষ - সারাদেশ