20 January 2026, 08:03:14 AM, অনলাইন সংস্করণ

কোনো রকম ঝামেলা ছাড়াই ছাব্বিশের নির্বাচন হবে, আশা মির্জা ফখরুলের

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৭:১০ অপরাহ্ণ

কোনো রকম ঝামেলা ছাড়াই ছাব্বিশের নির্বাচন হবে, আশা মির্জা ফখরুলের
16px

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নির্বাচনের একটি আবহাওয়া শুরু হয়েছে। আমরা আশা করি, কোনো রকম ঝামেলা ছাড়াই ২৬ এর ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমরা মনে করি যথেষ্ঠ উপযোগী আছে। এখন আর এমন কোন পরিস্থিতি নেই যেখানে নির্বাচন ব্যহত হবে। এসময় জেলা আইনজীবী সমিতির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ - সারাদেশ