20 January 2026, 06:16:12 AM, অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে হাদির গায়েবানা জানাজা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে হাদির গায়েবানা জানাজা
16px

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা নারায়ণগঞ্চে অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের চাষাঢ়া বাগে জান্নাত জামে মসজিদের সামনে এ নামাজ আয়োজন করা হয়। জানাজার নামাজে অংশ নেন বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ। ইমামতি করেন বাগে জান্নাত জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহবুবুর রহমান। নাজার শেষে প্রার্থনায় হাদির শহিদি মর্যাদা এবং শোকাহত পরিবারের জন্য ধৈর্য ধারণের দোয়া করা হয়।

নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আহমেদুর রহমান তনু বলেন, 'হাদি ভাইকে হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। দেশ বিনির্মাণে হাদি ভাইয়ের মতো প্রচেষ্টা চলমান থাকবে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। সকলে মিলেই আমরা বাংলাদেশ গড়বো।' 

  • সর্বশেষ - সারাদেশ