20 January 2026, 08:01:58 AM, অনলাইন সংস্করণ

পাচারের অর্থ ফেরতে ৪-৫ বছর লেগে যাবে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ণ

পাচারের অর্থ ফেরতে ৪-৫ বছর লেগে যাবে
16px

আলোচিত-সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ বিশ্ব ব্যাংকের সালিশি আদালত ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটসে যে আবেদন করেছে, তার বিরুদ্ধে আইনিভাবে লড়বে বাংলাদেশ ব্যাংক। এস আলম দাবি করেছেন তিনি সিঙ্গাপুরের নাগরিক। আমরা দেখাব যে তিনি বাংলাদেশের নাগরিক।

তিনি বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক ছিলেন। চোরের মায়ের বড় গলা। আমরা এই মামলাটি লড়ব। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর গতকাল সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন। সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল মানি লন্ডারিং প্রতিরোধ ও পাচার করা অর্থ পুনরুদ্ধার সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। 

  • সর্বশেষ - সারাদেশ