শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নেমেছে ৬.৯ ডিগ্রিতে
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
টানা দুইদিন মাঝারি শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে উঠেছে চুয়াডাঙ্গার জনজীবন। আজ বুধবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিলো ৯৫ শতাংশ। এটিই চুয়াডাঙ্গায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ জেলার তাপমাত্রা আরও কিছুটা অবনতি হয়েছে। ফলে স্থানীয় জনজীবনে নেমে এসেছে ভোগান্তি।ভোর থেকে ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসে জরুরি প্রয়োজন ছাড়া মানুষজন বাইরে আসছে না। যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। ছিন্নমূল মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
এদিকে, পৌষের শুরু থেকেই চুয়াডাঙ্গা জেলায় শীত অনুভূত হওয়ায় সরকারি-বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। জেলায় চারটি উপজেলায় সরকারিভাবে প্রায় ১৫ হাজার শীতবস্ত্র বিতরণ অব্যাহত আছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আগামী আরও কয়েকদিন-এ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
