20 January 2026, 06:16:14 AM, অনলাইন সংস্করণ

আবারও ওয়ানডে র‍্যাংকিংয়ে দশে নেমে গেল বাংলাদেশ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৬:১১ অপরাহ্ণ

আবারও ওয়ানডে র‍্যাংকিংয়ে দশে নেমে গেল বাংলাদেশ
16px

আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে আবারও অবনমন ঘটেছে বাংলাদেশের। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ জিতে এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠলেও আবারও সেই পুরনো অবস্থানে ফিরে গেল টাইগাররা।

সোমবার আইসিসির হালনাগাদ ওয়ানডে র‍্যাংকিংয়ে দেখা গেছে, বাংলাদেশকে এক ধাপ নিচে নামিয়ে ৯ নম্বরে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের এই উন্নতির মূল কারণ রবিবার পাকিস্তানের বিপক্ষে তাদের ৫ উইকেটের জয়। ২০১৯ সালের বিশ্বকাপের পর এই প্রথম এশিয়ার অন্যতম পরাশক্তি পাকিস্তানকে হারাল ওয়েস্ট ইন্ডিজ।

এ জয় তাদের রেটিং পয়েন্ট ৭৭ থেকে বেড়ে ৭৮-এ নিয়ে গেছে, যা বাংলাদেশকে (৭৭ পয়েন্ট) পিছিয়ে দিয়েছে। এমনকি সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানের কাছে হারলেও ওয়েস্ট ইন্ডিজের এই অবস্থান অপরিবর্তিত থাকবে।

  • সর্বশেষ - খেলাধুলা