20 January 2026, 07:58:53 AM, অনলাইন সংস্করণ

বিশ্বকাপে দল বাড়াচ্ছে আইসিসি, সুবিধা পাবে বাংলাদেশ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ণ

বিশ্বকাপে দল বাড়াচ্ছে আইসিসি, সুবিধা পাবে বাংলাদেশ
16px

সদ্যই শেষ হওয়া আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছিল আটটি দল। পরের আসরে এই সংখ্যা আরও বাড়াচ্ছে আইসিসি। আগামী আসর থেকে আরও দুটি দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ০২৯ সালে মাঠে গড়াবে নারী ওয়ানডে বিশ্বকাপের পরের আসর। সেবার মূল পর্বে খেলবে মোট ১০ দল। ক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি।

সর্বশেষ নারী বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশ। এবার দল সংখ্যা বাড়ায় আগামী আসরেও বাংলাদেশের খেলার পথ প্রশস্ত হয়েছে। ইসিসির এমন উদ্যোগের পেছনে কাজ করেছে গত আসরের সফলতা। ভারতে আয়োজিত সর্বশেষ আসরে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী ক্রিকেট নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ায় এবার আইসিসিও দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে দর্শক উপস্থিতি স্পর্শ করেছে নতুন উচ্চতা। পুরো আসরে প্রায় তিন লাখ দর্শক স্টেডিয়ামে বসে খেলা দেখেছে। এর আগে কখনো কোনো নারী ক্রিকেট ইভেন্টে এত দর্শক উপস্থিতি হয়নি। একই সঙ্গে টেলিভিশন দর্শকেরও রেকর্ড হয়েছে এবার। বশ্য, সর্বশেষ আসরের আগেই নারী বিশ্বকাপের প্রাইজমানিও বৃদ্ধি করেছে আইসিসি। এই আসরে মোট প্রাইজমানি ছিল ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, আগের আসরের চেয়ে প্রায় ৩০০ শতাংশ বেশি।

  • সর্বশেষ - খেলাধুলা